ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পর্যবেক্ষণে থাকতে হবে সাকিবকে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৭:৩৪ বিকাল  

নিউজিল্যান্ডের সঙ্গে ব্যাটিংয়ের সময় বাম পায়ের উরুতে চোট পান সাকিব আল হাসান। চোট নিয়েই ব্যাটিংয়ের পর নিজের বোলিংয়ের পুরো কোটা সম্পন্ন করেন। এরপর মাঠ থেকে উঠে যান। এমআরআই স্ক্যান শেষে জানা গেছে চোটের জায়গায় এখনো কিছু সমস্যা রয়েছে। আগামী কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে বাংলাদেশের অধিনায়ককে।

জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম খান জানান, ‘সাকিবের চোট আক্রান্ত জায়গায় এমআরআই স্ক্যান করা হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রাখব আমরা। প্রতিদিন তার ফিটনেসের ওপর নজর রাখা হবে এবং সে অনুযায়ী উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

আগামী ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হাতে কয়েকদিন সময় আছে বাংলাদেশের।